Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

এক চিমটি প্রত্যাশা

Icon

কাজী লাবণ্য

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৪:৪২

এক চিমটি প্রত্যাশা

প্রতীকী ছবি

সময়ের ঘুলঘুলি ভেঙে নিত্য পেরিয়ে যাচ্ছি অনিশ্চয়তার
হলুদবনি মাঠ,
পেছনে পড়ে থাকুক আক্ষেপ আর ভুল শোধরানোর
শ্মশানপোড়া কাঠ।

ভালো ছিলাম, ভালো নাই, এই সর্পমন্ত্র ভাসিয়ে দিই
চিকলি বিলের হাঁটুজলে।

যাহা বলিব সত্য বলিব-
কোনো এক প্রাচীনকালে ভালো ছিলাম
হাতে-পাতে সরলতার ঘানিতেল মেখেই ভালো ছিলাম।
আজ দেখো-
বিশ্বসেরা সেফোরার লোশন সেরামেও
ভালোত্বের ঔজ্জ্বল্য ফোটে না।

 পৌনঃপুনিক অনুশীলনে বিদায়ের শেষবাণী উচ্চারণে
আর জড়তা থাকবার কথা নয়
বরং স্বেচ্ছায় ছেড়ে দিই স্থান।
তরুণ তুর্কি, নবীন নাবিক!
এসো, গড়ে তোলো মাটি মাতৃকার ঘানিতেল মাখা
সহজ উজ্জ্বল মানচিত্র।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫