Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

বেঁচে থাকাটাই অভিশাপ

Icon

রহিম ইবনে বাহাজ

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১০:৪২

বেঁচে থাকাটাই অভিশাপ

প্রতীকী ছবি

জননীর উষ্ণ ভালোবাসা ললাটে জোটেনি, জনক আমার আঙুল ধরে
পৌষ পার্বণের মেলায় নিয়ে যায়নি,
স্বজনরা দূর হতে ঘৃণার নয়নে চারপাশ

যত্ন করে রুঢ় স্বভাবের চাষ
করছে বারো মাস-
সব কিছু হজম করে এখন আমি ঘোর অমাবস্যায়
নক্ষত্র মতো জেগে থাকি

অঙ্ক কষে বের করতে পারি না
এ জীবনের ফলাফল,
আমার জন্মটাই হয়তো পাপ
বেঁচে থাকাটাই অভিশাপ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫