
প্রতীকী ছবি
জননীর উষ্ণ ভালোবাসা ললাটে জোটেনি, জনক আমার আঙুল ধরে
পৌষ পার্বণের মেলায় নিয়ে যায়নি,
স্বজনরা দূর হতে ঘৃণার নয়নে চারপাশ
যত্ন করে রুঢ় স্বভাবের চাষ
করছে বারো মাস-
সব কিছু হজম করে এখন আমি ঘোর অমাবস্যায়
নক্ষত্র মতো জেগে থাকি
অঙ্ক কষে বের করতে পারি না
এ জীবনের ফলাফল,
আমার জন্মটাই হয়তো পাপ
বেঁচে থাকাটাই অভিশাপ।