
প্রতীকী ছবি
বালি পথে হেঁটে যেতে যেতে,
কখন যে সমুদ্র ছুঁয়েছি আমি,
উত্তাল তরঙ্গ পার হয়ে,
এসেছি অচেনা দ্বীপে।
সবুজ সবুজে ঘেরা গহিন অরণ্য।
তবুও বিরাণ লাগে, যেন এক
ধু-ধু মরুভূমি, কেউ নেই, কিছু নেই,
মানে হীন অর্থহীন জীবনযাপন।
চেনাপথ, গলিপথ, কর্দমাক্ত মাটির উঠোন,
সেও ভালো, সেই ভালো, আমার আপন ভুবন।
চেনা লোক, আধো চেনা জন,
সেও ভালো সেই ভালো আমার আপন।