Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

আপন ভুবন

Icon

মুসবাহ্ আলিম

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৯:১৫

আপন ভুবন

প্রতীকী ছবি

বালি পথে হেঁটে যেতে যেতে, 
কখন যে সমুদ্র ছুঁয়েছি আমি, 
উত্তাল তরঙ্গ পার হয়ে,
এসেছি অচেনা দ্বীপে।

সবুজ সবুজে ঘেরা গহিন অরণ্য। 
তবুও বিরাণ লাগে, যেন এক
ধু-ধু  মরুভূমি, কেউ নেই, কিছু নেই,
মানে হীন অর্থহীন  জীবনযাপন। 

চেনাপথ, গলিপথ, কর্দমাক্ত মাটির উঠোন, 
সেও ভালো, সেই ভালো, আমার আপন ভুবন।
চেনা লোক, আধো চেনা জন,
সেও ভালো সেই ভালো আমার আপন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫