
প্রতীকী ছবি
সুতোর সাইকেল, প্লাস্টিকের নদী, কাকের পেখম
সবই আজ লৌকিক। তবু প্রাণের ফুটেজে
রাখি ধরে কিছু জীবাশ্ম জ্বালানি। সেই
যে বত্রিশ নম্বর এক্সপ্রেসে বিলাসি কাতার গেল।
আহা ওখানে কি লোকায়ত আছে?...
বিভূই প্রাচ্যের দিকে আমার কোনো নাড়ি নেই,
আমার নাড়ির মুখ শাশ্বত বঙ্আল লোকজে।
হায়রে বিলাসি বাংলার বর্ষ বরণ তুই দেখলিনে।