
বাঙালির শিল্প-সাহিত্য ও সংস্কৃতির বড় উদ্দীপনা শক্তি হচ্ছে আড্ডা। সাহিত্য-সংস্কৃতির জেলা হিসেবে খ্যাত নেত্রকোনাতেও অতীতকাল থেকে নিয়মিত সাহিত্য আড্ডা চলে আসছে। ষাটের দশকে নেত্রকোনা শহরের সবচেয়ে বড় সাহিত্য আড্ডা ছিল মসজিদ কোয়ার্টারের ‘সিদ্দিক প্রেসের আড্ডা’। এটির মধ্যমণি ছিলেন ছাপাখানাটির স্বত্বাধিকারী আলী উসমান সিদ্দিকী ও প্রখ্যাত কথাসাহিত্যিক খালেকদাদ চৌধুরী। ওই ছাপাখানা থেকেই ছাপা হতো খালেকদাদ চৌধুরী সম্পাদিত ‘উত্তারাকাশ’ পত্রিকা। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত নেত্রকোনা সাধারণ গ্রন্থাগারটিও ছিল আরেকটি সাহিত্য আড্ডার স্থান। সেটিরও মধ্যমণি ছিলেন খালেকদাদ চৌধুরী। ওই গ্রন্থাগার থেকে প্রকাশ করা হতো ‘সৃজনী’ পত্রিকা। স্বাধীনতার পরও এসব আড্ডা টিকে ছিল।
সত্তর দশক থেকে শূন্য দশক পর্যন্ত একটি বড় আড্ডার কেন্দ্র ছিল সাতপাই এলাকায় অবস্থিত সাংবাদিক কুন্তল বিশ্বাসের বাসা। ওই আড্ডায় সাহিত্যের পাশাপাশি বাম ঘরানার রাজনীতির প্রসঙ্গও আলোচনা হতো। আশির দশকে কবি সৈয়দ নাজমুল করিম আজাদের নেতৃত্বে মোক্তারপাড়ায় একটি সাহিত্য আড্ডা গড়ে উঠেছিল। এটিরই ধারাবাহিকতায় ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দুর্বার গোষ্ঠীকে ঘিরে জমে ওঠে তখনকার তরুণ কবি-সাহিত্যিকদের আরেকটি আড্ডা। একই সময়ে তেরিবাজারে জমে ওঠে প্রত্যাশা সাহিত্যগোষ্ঠীর আড্ডা। নব্বই দশকের শেষ দিকে পুরাতন কোর্ট রোডে কবি কামরুজ্জামান চৌধুরীর ‘স্পার্ক কম্পিউটার’ নামক ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে জমে উঠেছিল আরেকটি সাহিত্য আড্ডা। শূন্য দশকে তা স্থানান্তরিত হয় মোক্তারপাড়ায় কবি সাইফুল্লাহ ইমরানের ‘আয়েশা ফরেন ফার্নিচার’-এ। সৈয়দ নাজমুল করিম, দুর্বার গোষ্ঠী আর স্পার্ক কম্পিউটারের আড্ডা থেকেই জন্ম নেয় নেত্রকোনা সাহিত্য সমাজ নামক একটি সংগঠন, যার ধারাবাহিকতা এখনো চলমান। বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার ও তার ভাই অধ্যাপক মতীন্দ্র সরকার তাদের কর্মজীবন শেষ করে সাতপাইয়ের ‘বানপ্রস্থ’ নামক বাসায় থিতু হওয়ার পর সেখানেও সুদীর্ঘকাল চলে স্থানীয় কবি-সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের জমজমাট আড্ডা। তাদের শারীরিক অসুস্থতার কারণে ওই আড্ডাটিও এখন স্তিমিত। বর্তমান সময়েও নেত্রকোনায় কয়েকটি ছোট ছোট সাহিত্য আড্ডা বসে সাধারণ গ্রন্থাগার অথবা গ্রন্থাগারসংলগ্ন বকুলতলায়। এ ছাড়া জেলা সদরের প্রেস ক্লাব, উদীচী, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, খালেকদাদ চৌধুরী স্মৃতি সংসদ ও দৈনিক বাংলার নেত্র কার্যালয়ে অনিয়মিতভাবে সাহিত্যকর্মীদের আড্ডা বসতে দেখা যায়।