Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

জেগে উঠা ঘুম

Icon

মারুফ কামরুল

প্রকাশ: ১১ জুলাই ২০২০, ১৬:৩৯

জেগে উঠা ঘুম

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

নরম কুয়াশার গন্ধে কিংবা বরফগলা বাতাসে

জেগে উঠে কয়েকটি দূর্বাঘাস

মাথা পেতে নেয় হিমের কিটকিটে উষ্ণতা

চুষে নিয়ে যায় গোড়া অবধি

যেখানে নিজস্ব শৈশব চিত হয়ে থাকে,

এরপর এক পা, দু পা ছুটে আসে

বালিকার কইতরি ঠ্যাং

একে একে দলে যায় কৈশোর যৌবন

গুটিকয়েক ব্যর্থ পাতা

সবুজ আগুনে জ্বলন্ত স্বপ্ন


ঘাসপোকার সঙ্গমে

হুটহাট নড়ে বসে নীরব কোলাহল

পুবের আলো উঁকি দিতেই

উবে যায় সম্ভ্রমের নবাবী চাদর

নগ্ন আমি সবুজ দুঃখ নিয়ে দণ্ডায়মান

এক পা তোলা বকের মতন

ওঁৎপেতে চেয়ে থাকি প্রতিটি শুভ্ররেণুতে

স্বচ্ছ শিশিরে নিজের কোটিখানেক মুখোচ্ছবি ভেসে উঠে

এ রাজ্যের কোথায়ও কল্যাণী নেই অথবা বলিকার কইতরি পা...

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫