Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

নদী বিষয়ে

Icon

স্নিগ্ধদীপ চক্রবর্তী

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ০৮:৪৪

নদী বিষয়ে

নদীর যখন জন্মকাল, ছেলেবেলা-

অল্প বয়েস, 

তখন নদী অবলীলায় 

পাথর ভাঙে; 

তার আচার, তার খেলাই

এমনতর- 

ভাঙতে-ভাঙতে জয় লিখে যায় সকল শিলায়। 

একদিন তার পথ বড় হয়, 

রথ পড়ে যায়, নুড়ি-পাথর সব জড়ো হয়, 

নদীর আসে খারাপ সময়-

অনেক বাধা; 

সেদিন নদীর মরা গাঙে 

বান চলে যায়, 

শালিখ-চিলের গান চলে যায়। 

এবার নদী জ্যোতিষ করে,  

হাতভরসা পাথর পরে, 

যে-সব পাথর নিথর ছিল জলের ক্ষয়ে! 

তার হাতেই জীবনমরণ-

নদী এখন একান্তে বয়

পাথর এবং পলিকাদায়

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫