Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

শুভ জন্মদিন হাসান হাফিজ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ১০:৩৯

শুভ জন্মদিন হাসান হাফিজ

কবি হাসান হাফিজ।

কবি ও সাংবাদিক হাসান হাফিজের ৬৪তম জন্মবার্ষিকী আজ। ১৯৫৫ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার এলাহিনগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে দৈনিক বাংলায় প্রথম কর্মজীবন শুরু করেন। সেই থেকে সাংবাদিকতার সঙ্গে ঘরবসতি তার। ৪৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত তিনি।   

বাংলাদেশে কাজ করার পাশাপাশি তিনি কলকাতার সাপ্তাহিক দেশেও কাজ করছেন অনেকদিন। এছাড়া দৈনিক জনকণ্ঠ, বৈশাখী টিভি, দৈনিক আমার দেশ, পাক্ষিক অনন্যা ও হ্যাপিনেস টেলিভিশনেও কাজ করেছেন।

তার প্রকাশিত মৌলিক ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৭০টি। তার মধ্যে মৌলিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ৫০টি। তার লেখা কবিতা চাকমা, ইংরেজি, ফরাসি, হিন্দি, উর্দু, আরবি ও ফার্সি ভাষায় অনুবাদ করে প্রকাশ করা হয়েছে।

সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, ডাকসু সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, কলকাতার সৌহার্দ্য কবিতা উৎসব সম্মাননা, জাতীয় প্রেস ক্লাব লেখক সম্মাননা, টোনাটুনি পদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাহিত্য পুরস্কার।

হাসান হাফিজ জাতিসংঘ স্বীকৃত সংগঠন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সাধারণ সম্পাদক। এছাড়া, তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। তিনি চার মেয়াদে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সদস্য ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫