
প্রতীকী ছবি।
একটা কাঁটা
রাস্তার মাঝখানে
জ্বলজ্বল করতেছিল
আমি তারে তুইলা নিয়া
কবর দিলাম
রাস্তার সাইডে
কইলো শে আমারে আইসা
একদিন স্বপ্নে,
বিঁধতে তো পারতাম আমি একবার
তোমার পায়ে!
প্রতীকী ছবি।
একটা কাঁটা
রাস্তার মাঝখানে
জ্বলজ্বল করতেছিল
আমি তারে তুইলা নিয়া
কবর দিলাম
রাস্তার সাইডে
কইলো শে আমারে আইসা
একদিন স্বপ্নে,
বিঁধতে তো পারতাম আমি একবার
তোমার পায়ে!