Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

ধরে রাখো

Icon

জ্যোতির্ময় নন্দী

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ১৫:৩৬

ধরে রাখো

হাত ছাড়িয়ে নিয়ো না
নিলেই পতন
অগাধ অতলে
রসাতলে
একেবারে কিনারায় ঝুলে
নিচে তাকালে
বুক কেঁপে ওঠে
অতলান্ত শূন্যতায়
শিরদাঁড়া দিয়ে বয়ে যায়
হিম হাওয়া
জীবন মানেই
এভাবে খাদের কিনারে
আজীবন ঝুলে থাকা
তুমি হাত ছাড়িয়ে নিয়ো না
ছাড়িয়ে নিলে
অবাধ পতন
অগাধ অন্ধকার
অপমৃত্যু
শেষ বিশ্বাসেরও
সকাল ৯:০৩
২৯.০৭.২০২০
ঢাকা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫