
হাত ছাড়িয়ে নিয়ো না
নিলেই পতন
অগাধ অতলে
রসাতলে
একেবারে কিনারায় ঝুলে
নিচে তাকালে
বুক কেঁপে ওঠে
অতলান্ত শূন্যতায়
শিরদাঁড়া দিয়ে বয়ে যায়
হিম হাওয়া
জীবন মানেই
এভাবে খাদের কিনারে
আজীবন ঝুলে থাকা
তুমি হাত ছাড়িয়ে নিয়ো না
ছাড়িয়ে নিলে
অবাধ পতন
অগাধ অন্ধকার
অপমৃত্যু
শেষ বিশ্বাসেরও
সকাল ৯:০৩
২৯.০৭.২০২০
ঢাকা