আর আমি ভাবি, কেন যে পাতার নৌকাটি
হতে পারি না, তোমার তরঙ্গময় দিনে, ওগো পিঁপিলিকা!
পাতার নৌকায় ভাসতে ভাসতে
কবে যে নিস্তরঙ্গ আয়না হয়ে উঠবে এই জল
আর তুমিও ফের দেখতে পাবে নিজেকে
জলের নিচে হাসি মুখ
দেখতে পাবে তারও নিচ দিয়ে
ফের ভেসে যাচ্ছে কী সাদা ও অলস মেঘ
আর তারও অনেক নিচে কী নীল ওই আকাশ
পাতার নৌকাটি ভেসে চলেছে, কিন্তু তুমি চাইছো
কোথাও যেনো আর কোনো তীর না থাকে
ভাবছো এখন, তীরহীন দিগন্ত থেকে দিগন্তে
ভেসে চলা কী অতুলনীয়
চাইলে এখানেই হয়তো থাকা যায়
যখন রাত আসে আর স্থির জলের নিচে
খুব ধীরে সাঁতার কাটে যখন চাঁদ
বৈঠার আঘাতে তুমি জাগাও স্ফটিক জলের সুর
আর হৃদয় তোমার
গেয়ে চলে পাতার নৌকার অনুপম গান
ভাবছো, পাতার নৌকাটি যেনো প্রকৃত হৃদয়
চাইলে চিরদিন থেকে যাওয়া যেতো যদি
জোছনা, রুপার ঢেউ
অন্ধকারে কী অপরূপ হয়ে আসে
আর আমি ভাবি, কেন যে পাতার নৌকাটি
হতে পারি না, তোমার তরঙ্গময় দিনে, ওগো পিঁপিলিকা