Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

স্বর্ণ মন্দিরে

Icon

আফসার আহমদ

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ১৫:৫৬

স্বর্ণ মন্দিরে

বান্দরবান স্বর্ণমন্দিরে
হঠাৎ দেখলাম মন্দিরের দীর্ঘসিঁড়ি বেয়ে
দুপুরের রোদ মেখে
তুমি নামছো-
তোমার পেছনে সহস্র শতাব্দীর
প্রাচীন বুদ্ধের অভয়মুদ্রা
তুমি নামছো
রোদ তোমার সারা শরীরে
ভাবছি-
ইস্..
বুদ্ধের কাছে এসে আমি যদি
রোদ হতে পারতাম।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫