
বান্দরবান স্বর্ণমন্দিরে
হঠাৎ দেখলাম মন্দিরের দীর্ঘসিঁড়ি বেয়ে
দুপুরের রোদ মেখে
তুমি নামছো-
তোমার পেছনে সহস্র শতাব্দীর
প্রাচীন বুদ্ধের অভয়মুদ্রা
তুমি নামছো
রোদ তোমার সারা শরীরে
ভাবছি-
ইস্..
বুদ্ধের কাছে এসে আমি যদি
রোদ হতে পারতাম।
বান্দরবান স্বর্ণমন্দিরে
হঠাৎ দেখলাম মন্দিরের দীর্ঘসিঁড়ি বেয়ে
দুপুরের রোদ মেখে
তুমি নামছো-
তোমার পেছনে সহস্র শতাব্দীর
প্রাচীন বুদ্ধের অভয়মুদ্রা
তুমি নামছো
রোদ তোমার সারা শরীরে
ভাবছি-
ইস্..
বুদ্ধের কাছে এসে আমি যদি
রোদ হতে পারতাম।