Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

অমর একুশে গ্রন্থমেলা ১৮ মার্চ থেকে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ১৮:৩৩

অমর একুশে গ্রন্থমেলা ১৮ মার্চ থেকে

ফাইল ছবি

করোনাভাইরাস মহামারির কারণে দেশে ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলা ১৮ মার্চ শুরু হচ্ছে। 

এর আগে বইমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার জল্পনা ছিলো। শেষ পর্যন্ত ঠিক হয়েছে শারীরিকভাবে মেলা ১৮ মার্চ শুরু হচ্ছে। 

আজ সোমবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী একথা জানিয়েছেন।

এর আগে তিনি বলেছিলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে না। তবে আজ তিনি বলেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব। 

কতদিন চলবে এবারের মেলা- এর জবাবে তিনি বলেন, এখনো ঠিক হয়নি। আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা। তবে এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে, তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব। 

তিনি আরো বলেন, প্রকাশকদের সাথে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫