Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

মাজহার জীবনের অনুবাদে হাওয়ার্ড জিনের ‘এমা’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩১

মাজহার জীবনের অনুবাদে হাওয়ার্ড জিনের ‘এমা’
‘এমা’ জীবনীভিত্তিক নাটক। এই নাটকের প্রধান চরিত্র এমা গোল্ডম্যান বিংশ শতাব্দীর প্রথমার্ধে যুক্তরাষ্ট্র আর ইউরোপে অ্যানার্কিস্ট রাজনৈতিক দর্শনের অন্যতম প্রচারক। রাশিয়ান সাম্রাজ্যে (বর্তমান লিথুনিয়া) ১৮৬৯ সালে এক ইহুদি পরিবারে জন্ম হলেও পরিবারের সাথে ১৮৮৫ সালে যুক্তরাষ্ট্রে যান। শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের ওপর গুলিবর্ষণের ঘটনার পর অ্যানার্কিস্ট আন্দোলনে আকৃষ্ট হন। বন্ধুত্ব ও ভালবাসার সম্পর্ক গড়ে উঠে আরেক অ্যানার্কিস্ট আলেকজান্ডার বার্কম্যানের সাথে।

‘রেড এমা’ আর ‘বিদ্রোহী নারী’ নামে খ্যাত এমা গণঅধিকার, নারীমুক্তি, মুক্তচিন্তা, মুক্তভালোবাসা, বিবাহসম্পর্ক, সমকামিতা ইত্যাদি প্রসঙ্গ সামনে এনে আমূল পরিবর্তনবাদী রাজনীতি এবং নারীর স্বার্থ তুলে ধরেছেন বারবার। পুঁজিবাদ, সামরিকায়ন, কারাগারব্যবস্থা, মতপ্রকাশের স্বাধীনতা প্রভৃতি বিষয়ে অ্যানার্কিস্ট আন্দোলনে সরাসরি জড়িত থাকায় তাঁকে জেল খাটতে হয়েছে কয়েকবার। শেষে ১৯১৯ সালে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে রাশিয়ায় পাঠিয়ে দেয়া হয়। তখন থেকে ইউরোপব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত থেকেছেন। ৭০ বছর বয়সে ১৯৪০ সালে কানাডায় তাঁর মৃত্যু হয়। 

বাংলাদেশে রাজনৈতিক ইতিহাসের পঠনপাঠন ও চর্চায় অ্যানার্কিজমের বিষয়টি কম আলোচিত। এর কারণ বোধহয় মার্কসবাদ চর্চার নামে অন্যান্য আন্দোলন-সংগ্রামের মত ও পথকে পর্যালোচনামূলক দৃষ্টিতে না দেখে অন্ধভাবে নাকচ করে দেয়ার প্রবণতা। অথচ ব্রিটিশবিরোধী আন্দোলন সংগ্রামের এক বড় অংশের মধ্যে অ্যানার্কিজমের উপাদান দেখা যায়। দেশে চলমান রাজনৈতিক বাস্তবতা এমনকি বিশ্বব্যাপী আমূল পরিবর্তনবাদী রাজনীতিতে অ্যানার্কিজম চর্চার বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। এসব প্রবণতা বোঝা ও মূল্যায়নের বিকল্প নেই।

অ্যানার্কিজমের ঐতিহাসিক দর্শন হলো ডাইরেক্ট অ্যাকশন। তাদের মতে, কোনো পার্টির রাষ্ট্রক্ষমতা দখলের মাধ্যমে সামাজিক পরিবর্তন সম্ভব না; কিন্তু নাগরিকের সম্মিলিত ঐক্য এবং তাদের শোষণের উৎসের বিরুদ্ধে সম্মিলিতভাবে ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যমেই কেবল তা অর্জন করা সম্ভব। 
নাটকের রচয়িতা হাওয়ার্ড জিন আমেরিকান ইতিহাসবিদ, নাট্যকার ও সমাজচিন্তক। এই নাটকের প্রধান চরিত্র এমা গোল্ডম্যান বিংশ শতাব্দীর প্রথমার্থে যুক্তরাষ্ট্র আর ইউরোপে অ্যানার্কিস্ট রাজনৈতিক দর্শনের অন্যতম ব্যক্তিত্ব। নাট্যকার ইতিহাসের আলোকে এমা গোল্ডম্যানের জীবনের এক গুরুত্বপূর্ণ সময় তুলে এনেছেন, যা এনার্কিস্ট জীবন-দর্শন সম্পর্কে কিছু ইঙ্গিত দেয়।

তবে এই এমাই এ দর্শনের পুরোটা নয়; কিন্তু অবশ্যই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি অসীম সাহসিকতায় সারা যুক্তরাষ্ট্র জুড়ে মানুষকে সংগঠিত করেছেন। বারবার তাঁর বক্তৃতা পুলিশ বন্ধ করে দিয়েছে। কেবল ১৯০৯ সালেই পুলিশ এক মাসে এমার এগারোটি সভা পণ্ড করে দেয়। জেলেও যেতে হয়েছে তাকে কয়েকবার । আর অবশেষে তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে রাশিয়ায় পাঠানো হয়েছে। এমা বার্কম্যানের সাথে লেনিন ও ট্রটস্কি সাক্ষাৎ করেন। ভিন্নমতালম্বীদের জেল, বিক্ষোভ ছত্রভঙ্গ করা, ক্রনস্টাডট এ নাবিকদের সহিংসভাবে দমন ইত্যাদি ঘটনায় লেনিনের মতের সাথে বিরোধ হওয়ায় রাশিয়া ছেড়েছেন। তারপর ইউরোপ জুড়ে মুক্তি আন্দোলনে যুক্ত থেকেছেন।

রাষ্ট্রের নিপীড়ন, শ্রমশোষণ, সন্ত্রাস,  নারী-পুরুষের সম্পর্ক ও যৌনতায় আধিপত্যের ধারণা, মত প্রকাশের স্বাধীনতা, ভালোবাসা, সংগঠন প্রভৃতি বিষয়ে বাংলাদেশের পাঠকদের রূপান্তরবাদী রাজনীতিতে বিশ্বাসী যুবসমাজে আগ্রহ ও চিন্তার খোরাক জোগাবে। 

হাওয়ার্ড জিনের ‘এমা’ নাটকটি অনুবাদ করেছেন মাজহার জীবন। অনুবাদক পড়াশোনা করেছেন ইংরেজি ভাষা ও সাহিত্যে। বিশ্ববিদ্যালয় জীবনে বাম ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এটিই তার প্রথম অনুবাদের প্রয়াশ। বইটি বাংলাদেশের গ্রন্থিক প্রকাশন থেকে প্রকাশিত হবে। তিনি ‘উঠান’ লিটল ম্যাগাজিনের সম্পাদক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫