Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

ফাল্গুনের অভিজ্ঞান

Icon

পিয়াস মজিদ

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৫

ফাল্গুনের অভিজ্ঞান

শীত গেল,
আগুনের অভিসার
যাওয়ার নয় কখনও।
যেমন তারারা তৎপর থেকেও
মুছতে পারে না আকাশের অশ্রু
তেমনি দাবানলের
দাউ দাউ-বাস্তবে সত্যি
গাছেদের সবুজ সাঁতার।
এলিজাবেথ না
পৃথিবীতে সর্বমান্য কান্নার কুইন,  
যে বহন-সক্ষম তুমি নামের
মহুয়ার বিষভার।
মরণের মন্ত্র কতটুকু প্রগাঢ় হলে
তুমি পাবে ফিকে এই
বেঁচে থাকার স্বাদ
সেই ফয়সালা হয়ে যাক আজ;
ফাল্গুনের ফুলে, পাতা ঝরা ওমে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫