
প্রতীকী ছবি
নিজের ঘরের মধ্যে আমার জাহান্নাম,
নিজের ঘরটা কোথায় একটু শুনি?
স্বর্গ যেথায় আলগা হওয়া বাঁধুনি
গোলক-ধাম, নোলক-ধাম, শোলক-ধাম!
পরের ঘরের মধ্যে আমি কে বাচাল,
কথার পর কথা দিয়ে রাত খুলি?
অমনি এক ঝটকাতে বুলবুলি
বেরিয়ে এসে ঠুকরে খেলো চোখের লাল!
নিজের ঘর পরের ঘরের মধ্যিখান
কার ছায়া তরজমায় বন্দিনি?
না-ই বললাম সেই কথাটা, পড়শিনী,
মুথা ঘাসে লেপ্টে আছে আকাশ যান!