Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

অকবিতা

Icon

শামসেত তাবরেজী

প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ১৬:৫৭

অকবিতা

প্রতীকী ছবি

নিজের ঘরের মধ্যে আমার জাহান্নাম,
নিজের ঘরটা কোথায় একটু শুনি?
স্বর্গ যেথায় আলগা হওয়া বাঁধুনি
গোলক-ধাম, নোলক-ধাম, শোলক-ধাম!
পরের ঘরের মধ্যে আমি কে বাচাল,
কথার পর কথা দিয়ে রাত খুলি?
অমনি এক ঝটকাতে বুলবুলি 
বেরিয়ে এসে ঠুকরে খেলো চোখের লাল!
নিজের ঘর পরের ঘরের মধ্যিখান
কার ছায়া তরজমায় বন্দিনি?
না-ই বললাম সেই কথাটা, পড়শিনী,
মুথা ঘাসে লেপ্টে আছে আকাশ যান!



Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫