Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

অসীম ইশতিয়াকের একগুচ্ছ কবিতা

Icon

অসীম ইশতিয়াক

প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ১৪:১৫

অসীম ইশতিয়াকের একগুচ্ছ কবিতা

প্রতীকী ছবি

রেড 

ক্যারামের রেড পকেটে ফেলে দিয়ে,
কভার দিতে হয়
এমন নিয়ম হাস্যকর তবু নতুন খেলার নিয়মে
এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক

গ্রান্ড ডিজাইন

নিজের ভেতর নিজের বাহিরে অন্যের ভেতর
চালতা ফুলের নকশাটা যে সিম্বল বহন করে
হ্যাঁ সেটাই
একটা ভাবনা 
একটা গ্রান্ড ডিজাইন
আমি ভাবতে ভাবতে আপ্লুত হতে থাকি
তুমি শনাক্ত করার পরও, মুক্তি মিলছে না এমন

ধ্যান

অভিনয়ে ভাবি 
ধ্যানের বাহিরে ছিলাম নাতো কোনো কালে
এই ধ্যান অভিনব দূরপাল্লার বাস

হাঁস-মুরগি

মেনে নিয়েছি, মানতে বাধ্য নই যদিও 
তবু কত মুরগি মাছ গরু এসব খাই।
মাটির নিচে আমার শব যখন কীটে খাবে
দেখব কতটা আলো কতটা আঁধার 
ঘাস ফুল পশু পাখি হয়ে ফোটে

ভালোবাসা

চালতা ফুলকে ভালোবেসেও
নিজেকে বিলিয়ে দেওয়া গেলো
আমার স্বার্থপরতার মুক্তি এইত
হালকা হবার জন্যই বাঁশ ঝাড়
আর বকদের ভালোবাসি আমি

মায়া

এটা মায়া হতে পারে- গরুর চোখের মায়া
দেখি কতটা পারি বাঁচিয়ে রাখতে
বেঁচে থাকা জরুরি নয়, মরাও জরুরি নয়
গরুর চোখের মায়া জরুরি
আবার কিছুই জরুরি নয়
মায়া মরেও কচুরিপানা ফুলের মতো জেগে থাকে 
কনভার্সন ফ্যাক্টর, পানির ওপর যেমন বাতাস হাঁটে
বাতাসে পাখি যেমন ওড়ে
এর সবই আমিই তো 
শুধু কনভার্সন ফ্যাক্টরগুলি বদলে যাচ্ছে
এটা বোধহয় ইচ্ছাও পবিত্রতম ইচ্ছাও 
আর অপবিত্র ইচ্ছাও ভ্যাটের মতো

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫