Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

সেলাই করা ছায়া

Icon

জাহানারা পারভীন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৪

সেলাই করা ছায়া

প্রতীকী ছবি

পায়ের জুতা জোড়া আমার নয়, 
                অন্য কারো মাপের; 

ভ্রমণবিষয়ক গবেষণা বলে
হাঁটার জন্য গুরুত্বপূর্ণ পথের দৈর্ঘ্য
গন্তব্যে পৌঁছতে মনে রাখা চাই কালিম পাখির নাম
যে হীরামন পাখি হয়ে পিছু ডাকে
ফিরে তাকালেই পাথর হয়ে যায় শরীর 

তোমাদের হয়তো মনে আছে, 
গত গ্রীষ্মে জঙ্গল থেকে কুড়িয়ে এনেছি
সেলাই করা ছায়া ছায়া
               পায়ে নতুন বাটা জুতা

একজোড়া জুতার জন্য আর 
দাঁড়িয়ে থাকব না অচেনা গোরস্তানের সামনে
আমার জন্য রেখে গেছে কেউ একজোড়া কাঠের খড়ম

যারা কোনও দিন হাঁটতে বের হয়নি আমার সঙ্গে

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫