
প্রতীকী ছবি
লাল চাঁদটার আলো ঠিকরে পড়েছে
মেঘের গহীনে কালো ভাষা
আনমনে কাঁদার মতো বৃষ্টি পড়ছে
পাতাগুলি চিকচিক করে জ্যোৎস্নায়।
শরত রাতের শুক্লপক্ষের একাদশী
ভুল মানুষের ঠিকানায় চিঠি লিখে
জানিয়ে দেয় কাশফুল এক স্বপ্ন শুধু
মেঘের মানচিত্র চিরকাল ভেঙে যায়।