Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

যাপন

Icon

এস এম কাইয়ুম

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ১৬:৪৮

যাপন

প্রতীকী ছবি

উপকূল পাপ ছুঁলে মদও মাতাল হয়; আদি আকাক্ষায় হেঁটে যায় জীবন। সুর-শৃঙ্গারে 
প্রকৌশলী প্রাক্তন মন⎯ খোঁজে জল-জন্মের ত্রিভূজ ভূমি! জুয়াড়ির হাত থেকে খসে পড়া 
রুইতনের শেষ গোলামের মতন প্রেম নামে গোপন হৃদয়ে। তারপর রাত্রি; রাতের গভীর
আঁধার! ল্যাম্পপোস্টের ঘোলাটে বাতিতে মৃত্যুর পতঙ্গ খেলা। অনেক ঘুমের পরে জেগে 
আছি একা আর তুমি বিনির্মাণ করো কান্না⎯ তীব্রভাবে এলোমেলো হয় স্বেচ্ছামৃত্যুর অধিকার, 
বুদ্ধের ধ্যানী চোখও একবার দেখে নেয় গৃহস্থ সুখ। নিসিন্দা ফুল আবেগের মাধুর্যে উন্মুখ। 
উনুনে ক্ষুধা জ্বলে⎯ অনলের অধিক আগুনে পোড়ে এক খণ্ড অচেনা অনুভূতি... 

অতঃপর তুমি-আমি-আমরা এক সাথে একা⎯ একমাত্র এবং শুধুমাত্র একা!

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫