
প্রতীকী ছবি
বার বার মরণ হলে
ভালো হতো। মরে কই যাবো?
মরে গিয়ে কি মরে যাওয়া যাবে?
যদি আবার মরতে না পারি
তবে আয়ুর সূতা কেটে দিয়ে
মৃত্যুরও নিচে পড়ে যেতে চাই।
২
ছাগলের মাংশ খেতে গিয়ে
তার অন্তর খেয়ে ফেললাম।
মূলত আমি ছিলাম ভেড়ার রাখাল
একটি ভেড়াকে আরেকটি ভেড়ার
পশমের ভেতর চড়াতাম।
ভেড়াগুলা ভাবত এইসব সাদা ঘাস
তাদের অতীতে চাপা পড়ে ছিলো।
তারা ফিরে পেয়েছে তাদের শৈশব।