Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

প্রেম পলাতক সিরিজ

Icon

দিপংকর মারডুক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১৬:১১

প্রেম পলাতক সিরিজ

প্রতীকী ছবি

যেভাবে পড়িয়ে দিয়েছ কুচকানো ধুতুরার কাঁটা 
সেই লোহার নির্মমতা নিয়ে মধ্যরাতের দিকে 
যার মর্মতলে পল্লবিত ঘ্রাণ ধু-ধু ফুটে ওঠা 
নেমে আসে অন্নকূট, আচ্ছন্ন গ্রীবার গলি মুখে

যদি হও অবিমৃশ্য এই জ্বলন্ত স্তন-বাল্বের 
তোমাকে নবনির্মিত ভেবে নিস্তার নেই নিসর্গ 
বারবার নিজের থেকে জানাচ্ছে পরিসমাপ্তির 
কেন আজ সবুজ শিরার উপকূলে যুগ-স্বর্গ

এই দ্যাখো শেফালি পাড়ার গন্ধে ডালিমের ডাল
শিশিরের মোড়ে ধুয়ে যায় শ্রমিকের সু-বাতাস
তুমি কি ভুলেছ নিমিষে নতুন শ্যাওলার কাল?
থামে গতিবিধির পুরনো রেলগাড়ি মৃত্যুর পর 
নূপুরের অগোচরে তবু কি শাদা হয় এ-ক্ষয় 
যেন বা ঝরে পড়ছে দুপুরে জমে উঠার স্বর

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫