
প্রতিবারের মতো এবারো ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিমুল মুস্তাফার ৭১টি কবিতা আবৃত্তির অনুষ্ঠান। এদিন রবীন্দ্র সরোবর সাজবে লাল-সবুজ রঙে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে ‘আপস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’ শিরোনামের এই আবৃত্তি সন্ধ্যা।
একাত্তরের ৩০ লাখ শহীদকে স্মরণ করে নতুন প্রজন্মের হাতে প্রজ্বালন করা হবে ১৯৭১টি মোমবাতি।
আবৃত্তি সন্ধ্যায় মুক্তিযুদ্ধ, দেশপ্রেম ও মানবিকতার ৭১টি কবিতা আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা। এবার হতে যাচ্ছে দশম আয়োজন।
বাঙালি ও মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে বাংলা কবিতাকে সাধারণের কাছে পৌঁছে দেয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার জন্য সাধারণ দর্শকদের পাশাপাশি গুরুত্ব দেয়া হচ্ছে শিশুদের। তাই আমন্ত্রণপত্রে লেখা হয়েছে— ‘আপনার পরিবারের শিশুদের সঙ্গে আনবেন’। শিশুদের মাঝে একাত্তরের চেতনা এবং সাংস্কৃতিক আন্দোলন ছড়িয়ে দিতেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানালেন আয়োজকেরা।
২০১০ সাল থেকে প্রতিবছর ডিসেম্বরে এ আয়োজন করছেন শিমুল মুস্তাফা ও তার সংগঠন বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি।