Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

তারুণ্যের কবিতা

কাপ-পিরিচের দৈহিক দূরত্ব

Icon

মো. আরিফুল হাসান

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ১৫:১৯

কাপ-পিরিচের দৈহিক দূরত্ব

প্রতীকী ছবি

সারাদিন ঠোকাঠুকি লেগেই থাকে
তবুও ভালো, একটি আরেকটিকে ভাঙে না
মাঝে মাঝে কাজের মেয়ে কুলসুম ভাঙে
একটি দুটি, বেখেয়ালে। 
লিফটে উঠতে উঠতে সন্ধ্যে সাতটা
অফিসের বস জানে না, বাড়ি ফেরা তার
অর্থহীন এবং তবুও সংসার।

কাপ-পিরিচের দৈহিক দূরত্ব বেড়ে গেলে
ওয়ার্কডেস্ক অ্যালার্ম দেয় দ্রুত
বিকেল পাঁচটার আগেই কখনো
লিফটের বোতামে পড়ে পঁচিশ তলায় চাপ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫