Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

গল্প বলি

Icon

পিয়াস মজিদ

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ১৫:০৭

গল্প বলি

প্রতীকী ছবি

ঘুমের গন্ধে বুঝি এটা শীতঋতু। হিমের হরিণ করে জাগরণ-হরণ আর জাগৃতি মানে শুনে যাওয়া ফুলের ফুৎকার- যেখানে আমার টলমল পদভার, নন্দনের নালায় তোমার শহর আস্ত একটা ডার্টি জোকস। বোশেখি সংবেদন নিয়ে র‌্যাম্পের রূহে কাতর কুচকাওয়াজ, ঢেলে দিই? রেডমিট নিষিদ্ধের মরসুমে মনে হতে থাকে মাছও এক প্রকার নিরামিষ বটে। নিজেরই রক্তিম সুরভির জন্য খোঁজ করি যথাযোগ্য পানপাত্র। জিরোক্যালের জীবন, ফসলের ফুঁসমন্তর এবং কতো আর কফিচুমুক! তারপর মড়ার মাঠে আমাদের খেলাধুলা জমবে; প্রাক-বসন্তের টুর্নামেন্ট। বিজয়ী হতে যা যা লাগে তোমার শ্বাস চাপা দিয়ে জেনে গেছি তা তা। এইবার পালা, বাঁধাহীন এগিয়ে যাওয়া। রোদ উঠবে কবে? বরফের গাড়িতে আসন্ন সৎকারের অপেক্ষায় শুয়ে আছে সময়। আলোশীল ছায়াশীল পাও কি তোমাকে! মহারাজের মাংসল দরবার আমার ইতিউতি কান্নার কঙ্কাল। চকলেট আওয়ার; যেহেতু মানুষ তুমি, তোমাকে খেতেই হবে এই অবিকল্প ক্যাডভেরি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫