
অর্ধ আলোতে মিশে গেছে পাতালপথের শত আয়ু
নিজস্ব সুড়ঙ্গ ঘেঁটে জানা গেল
যে প্রিয় রঙ নিয়ে খেলা করা হয়নি
তারা এনেছে মহাবিস্ফোরণে ভুলে যাওয়া জীবনের সংলাপ
শব্দের ভীড় ঠেলে বেড়াল ছানার মতো তারা কথা বলে
কখনো পোষা জামার ভেতর খোঁজে আশ্রয়
বিদেহী আত্মার বাস্তব কোনো ঠিকানা নেই জেনেও
তাদের সংখ্যাহীন মন লুকিয়ে রেখেছে
ফিনফিনে সমুদ্রের পরিচয়
যেখানে চোখ খুললেই চলে আসে
ধোঁয়াশা চিঠির সর্বশেষ উত্তর