Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

বিশুদ্ধ বেতার

Icon

মাহমুদা স্বর্ণা

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০, ১১:২১

বিশুদ্ধ বেতার

অস্থির রোদচশমায় ব্রহ্মাণ্ডের সমস্ত দক্ষতা জড়ো কর পাথুরে চোখ

প্রতিবেশী ক্ষোভ টুপ করে লেপ্টে যাবে খাঁপছাড়া গানে

সমবেত আরামের বায়ুবিন্যাস ধীরে ধীরে ধীর হতে থাক প্রত্যহ বেদনায়

শাব্দিক ফরমাশ ছাই করে দিয়ে আমরা যখন টলেমির বেমালুম ছায়াবৃত্ত 

পূর্ব জনমের করুণতম কাহই এসে বলে

পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫