
প্রতীকী ছবি
ওহ আমার প্রিয়তম
অনুগ্রহ করে আমাকে ক্ষমা করো
তোমাকে দীর্ঘ এই পত্র দেওয়ার জন্য নয়
যুদ্ধের অগ্নিশিখা জ্বলছে বছরজুড়ে
ধুলো আর পাতা দিয়ে আমি ঢেকে দিয়েছি
আমার পকেটে কোনো কাগজ ছিল না
কলমও ছিল না
তোমার জন্য আমি গায়ের জামা খুলেছি
ওহ আমার প্রিয়তম
সবুজ ঘাস হলুদ হয়েছে
শীতল বাতাস বয়ে যাচ্ছে
চাঁদের আলো ঘোড়ার পিঠে
এই চিঠি পড়তে পড়তে মন খারাপ করো না
আমি চিঠি লেখা শেষ করেছি
আমার আঙ্গুল থেকে রক্ত ঝরছে।
ভাষান্তর : অনন্ত উজ্জ্বল