Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

বদরুদ্দীন উমরের জীবন ও কাজ : নিবেদিত প্রবন্ধাবলি

Icon

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১৩:০২

বদরুদ্দীন উমরের জীবন ও কাজ : নিবেদিত প্রবন্ধাবলি

বদরুদ্দীন উমর বাংলাদেশের অন্যতম মার্ক্সবাদী রাজনীতিবিদ, গবেষক ও লেখক। তিনি ২০২১ সালের ২০ ডিসেম্বর জন্মের ৯০-তম বর্ষে পদার্পন করেছেন। এ উপলক্ষে কয়েকজন অনুরাগী তার জীবন ও কর্মের উপর একটি সম্মাননা গ্রন্থ প্রকাশ করেছেন ২০২২ সালের একুশে বইমেলায়। আলোচ্য গ্রন্থে দুই বাংলার বিশিষ্ট জনরা তার জীবন ও কর্মের উপর আলোকপাত করেছেন।

এ গ্রন্থে- কাজী আব্দুল ওদুদ, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, খালিকুজ্জামান ইলিয়াস, মাহবুব উল্লাহ, নূর মোহাম্মদ, সিরাজুল ইসলাম চৌধুরী, সনৎকুমার সাহা, আনু মুহাম্মদ, হরিপদ দত্ত ও শুভাশিস মুখোপাধ্যায়সহ অনেকে লিখেছেন। দেশ-বিদেশের কয়েকজনের ইংরেজি প্রবন্ধও স্থান পেয়েছে।

বইটি সংগ্রহ করতে যোগাযোগ করতে পারেন, সম্পাদনা পরিষদের পক্ষে ওমর তারেক চৌধুরীর (০১৮২৪ ৮৮১২৫২) সঙ্গে।


সম্পাদনা পরিষদ : সি আর আবরার,  গোলাম মুস্তফা, চৌধুরী ফুয়াদ আহমদ, ওমর তারেক চৌধুরী
প্রচ্ছদ :  মোস্তাফিজ কারিগর
প্রকাশন : বাঙ্গালা গবেষণা
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০২২
দাম : ৬০০ টাকা  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫