
প্রতীকী ছবি
হলুদ ট্রেন বাড়ি ফিরছে
অসংখ্য কালো মুখ
জাপপোকার মতো তাতে আটকে আছে
রোদের সোনালি মাছরাঙা
কামরাঙা ফুলের মতো বিত্তবৈভব
আরেকটা বাঁশির সুর খুঁজছে
শুধু প্রেম মরে পড়ে আছে ছায়ায়
মুখ থুবড়ে
হলুদ ট্রেনটার কথা বড় মনে পড়ে
যার সঙ্গে বাড়ি ফিরবার কথা ছিল