Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

অবসাদ

Icon

মজনু শাহ

প্রকাশ: ১০ মে ২০২২, ১৫:৫১

অবসাদ

প্রতীকী ছবি

ব্যবহৃত শৈলী তুমি তো নেবে না, বরং প্রাজ্ঞের মুখোশধারী কেউ এসে
তুলে নিয়ে যাবে বুদ্ধকাহিনির দিকে, পার হবে হাজার হাজার
নীরবতার ভারী পর্দা, রাসভনিন্দিত কণ্ঠে বলবে তারপর, 
অবসাদ, অবসাদ! 

একদিন জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলে দগ্ধপুঁথি। এইটুকু সম্বল।
একদিন হেঁটেছিলে, আয়নার মধ্যে পাখি-ডাকা এক পথ আছে,
আমাকে দস্যুপঙক্তির মতো গ্রহণ করো সেইখানে। 

আমারই মতো কেউ একজন দেউলিয়া হয়ত 
রেঙ্গুনের পথে পথে ঘুরছে। 

দেখো সমস্ত সংজ্ঞা পাল্টে যাওয়ার মুহূর্ত, সূর্য প্রবেশ করছেন
প্রস্তরীভূত এক ডাইনির হা-য়ের ভিতর, দেখো আমার মন
প্রাগৈতিহাসিক কত অপ্রেমে ভরা!

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫