Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

যথাবিধি

Icon

পিয়াস মজিদ

প্রকাশ: ১১ মে ২০২২, ১৩:১৩

যথাবিধি

প্রতীকী ছবি

অগীতল ফুটে থাকার চেয়ে
সুরেলা ঝরে যাওয়া ভালো।
ঝরা পাতার তোড়ায় 

দেখা যায়
এতদিনের স্পন্সরড 
শ্বাসের খতিয়ান,
নিজেই নিজের কাছে
তামাদি হয়ে
১টা না ১টা হাইপ তুলে
এই যে টেনে নেয়া 
আয়ুর বস্তা;
অথচ ডাল তো লাবণি পায়
যথাসময় ঝরার মহিমায়!

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫