Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

মোহনবাঁশির উপাখ্যান

Icon

দিপংকর মারডুক

প্রকাশ: ১২ জুন ২০২২, ১৬:১৭

মোহনবাঁশির উপাখ্যান

প্রতীকী ছবি

সুতরাং কেউ নেই থাকার, আঙুলের উপাধানে
এসো সুন্দর, লোহার সমুদয়, সারস পাখিতে
যেনো পুনরায় শিলার শরীর ছোঁয়াবে নিমগ্নে
হয় তবু খণ্ডিত মায়া ও অপরাধে যেতে যেতে

পিছালো কেবলি বেশ্যার গুনগুন অভয়ে যত
এখন নদী কি নর্তকী ফেরার মেঘে যায় তরী
সব যে বিরহ প্রতীক রাতের ঝগড়ায় এত
কে নেবে কতদূর ঘাস রাঙা জুঁইফুলের শাড়ি

প্রেমে আজ সবুজ শাসন উড়ে বেদনার গর্ভে
ঠোঁট রাখে লহর শস্যে, কত বুকের দুর্ভিক্ষে
নাকি দূর মৌমাছি বনভূমি মাড়িয়ে যায় গর্বে

দেখেছি গেরস্থালীর সবদিকে ভাতের ইশকুল
হঠাৎ নত হও সকালের মৃত্যু, তীক্ষ্ণ যুবতী
কার জন্যে ক্ষুধার অনুতাপে পুষ্প ফুটেছে ভুল

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫