
প্রতীকী ছবি
বিষাদ লিখেছো পাখি
খড়কুঁড়ো আর ছাইপাঁশ
এবার বিরতি আঁকো
ভাসানের দিন সমাগত
যে জলে খুলেছো ডানা
যে জলের নাম নিতে নেই
তোমার আকাশ ভেঙে
তাকে দিও অভাবিত ছুটি
এবং শব্দ-ভাঙা
হননের কিছু টুকিটাকি
অমেয় কান্না দিয়ে
খুঁটে রাখা দু-পশলা চোখ
গোছানো কথার কুচি
উপহারে মুখোশ বাজার
এসব উপমা দিয়ে
করপুট ভরে রাখা গান
সফেদ সময় ভেঙে
দিও শোধ অপচয় আর...
বেনামে হারিয়ে যাওয়া
মৃত শোকে নদী জর্জর