Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

অশৌচ

Icon

পায়েলী ধর

প্রকাশ: ১৯ জুন ২০২২, ১৬:০২

অশৌচ

প্রতীকী ছবি

বিষাদ লিখেছো পাখি
খড়কুঁড়ো আর ছাইপাঁশ
এবার বিরতি আঁকো
ভাসানের দিন সমাগত
যে জলে খুলেছো ডানা
যে জলের নাম নিতে নেই
তোমার আকাশ ভেঙে
তাকে দিও অভাবিত ছুটি
এবং শব্দ-ভাঙা
হননের কিছু টুকিটাকি
অমেয় কান্না দিয়ে
খুঁটে রাখা দু-পশলা চোখ
গোছানো কথার কুচি
উপহারে মুখোশ বাজার
এসব উপমা দিয়ে
করপুট ভরে রাখা গান
সফেদ সময় ভেঙে
দিও শোধ অপচয় আর...
বেনামে হারিয়ে যাওয়া
মৃত শোকে নদী জর্জর

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫