
প্রতীকী ছবি
সমস্ত রূপালী মেঘ- রূপার আয়নায় আজ পৃথিবী ঢেকে গেছে।
এই আলো ভালো লাগে- তোমাকে রেখেছি মনে জন্মেরও আগে
থেকে। নিভু নিচু মেঘ, নেমে এসে ছুঁয়ে দিতে পারো- জীবনের ক্ষত
ভুলে দুই চোখ বন্ধ করে রাখি। দুই হাত অবারিত, মেলে ধরে রাখি।
হাওয়া যদি আসে, আমার হৃদয়ও পাখি....