
প্রতীকী ছবি
রাতজাগা নিরীহতা নানাবিধ অন্ধকারে জমে
প্রাকৃতিক পদ্ম রস ঢেলে এলোমেলো ফিরে যায়
মধুর মৌমাছি মৌনতার আবেগে কী স্বপ্নে
শীতের বিষাদে ছদ্মবেশে ক্রমাগত বুক খোঁড়ে
দেবদারু চিরশান্ত বেদনার বিষে আর প্রশ্নে
নির্জন নিসর্গে বড়ো বেশী একা ডুমুরের দেহ
আহ! রক্ত-রেখা নিয়ে প্রণয়ের ফুল জাগরণ
সন্ধ্যার সরল জোছনার প্রেম কী দারুণ ঝরে
চুম্বকে আক্রান্ত ভালোবাসা যন্ত্রণায় ধীরে জাগে
পরাগের শারীরিক আকর্ষণ বিবাদে জমাট
বিষাদ হৃদয়ে জাগে সপ্তর্ষির ছায়ার মুহূর্ত
ঝুম শব্দ অন্বেষণে আরো জোনাকির আলো জ¦লে
ঝকঝকে শূন্যতায় তোমার স্বতন্ত্র গলিগুলো
চক্রাকারে কাছে এসে, অনুভূতিগুলি জড়ো করে।