Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

স্মৃতির দরোজা

Icon

স্নিগ্ধদীপ চক্রবর্তী

প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ১৫:৫৪

স্মৃতির দরোজা

প্রতীকী ছবি

স্মৃতির দরোজাখানা ভেঙে পড়ে অমোঘ কুঠারে।

অভিমান বুনে-বুনে আজ আর জিততে চাই না—
তাই এই হাট হয়ে যাওয়া;
পাট ভেঙে একবার পড়ে-ফেলা শাড়ি
রেখে দিলে জলে যাবে, 
রোদে দিলে জ্বলে যেতে পারে...

ছায়া তাও সঙ্গ নেবে,
কিছু মায়া ঘিরে থাকবে বাড়ি,
দুলে উঠবে মধ্যবর্তী জলের আয়না—
মুখচ্ছবি ছিঁড়ে-নেওয়া একরাশ পাতার হাওয়ায় 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫