Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

সৈয়দ শামসুল হকের মৃত্যুবার্ষিকী আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:০০

সৈয়দ শামসুল হকের মৃত্যুবার্ষিকী আজ

সৈয়দ শামসুল হক। ফাইল ছবি

আমি জন্মেছি বাংলায়

আমি বাংলায় কথা বলি

আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি

চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে...।

কবিতার পঙক্তিমালায় এভাবেই স্বদেশের অস্তিত্বকে ধারণ করেছিলেন কবি সৈয়দ শামসুল হক। সব্যসাচী এই লেখকের মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা ভাষার অনন্য এই কবি ও কথাশিল্পী। লেখকের শেষ ইচ্ছা অনুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়।

বাংলা সাহিত্যের সব্যসাচী খ্যাত সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানা পাড়ার পৈত্রিক নিবাসে জন্মগ্রহণ করেন। সৈয়দ হক তার বাবা-মায়ের আট সন্তানের মধ্যে সবার বড়। 

বাংলা সাহিত্যের সব শাখায় সমানভাবে পদচারণার জন্য সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক হিসেবে ১৯৬৪ সালে মাত্র ২৯ বছর বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি একুশে পদক এবং স্বাধীনতা পদক পেয়েছেন। ১৯৫০ এর দশকে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘দেয়ালের দেশ’। মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত তিনি বেশ কিছু সিনেমার চিত্রনাট্য লিখে সুনাম কুড়িয়েছেন। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি। ১৯৭১ সালের নভেম্বরে সৈয়দ শামসুল হক লন্ডন চলে যান। সেখানে বিবিসির বাংলা খবর পাঠক হিসেবে কর্মরত ছিলেন। ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসর্মপণের খবর পাঠ করেছিলেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫