পহেলা ফাল্গুনে ‘বসন্তের কাব্য জলসা’

আশরাফুল ইসলাম আকাশ
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৩

এলো রে ঋতুরাজ বসন্ত, হৃদয়ে লাগিলো দোলা। পহেলা ফাল্গুনে ‘বসন্তের কাব্য জলসা’শুদ্ধ বচন-শুদ্ধ বেশ, শুদ্ধ চিন্তা-শুদ্ধ দেশ’ প্রতিপাদ্যের আবৃত্তি সংগঠন স্বরুপ সাংস্কৃতিক সংসদের আয়োজনে রাজধানীর পরিবাগে অনুষ্ঠিত হলো ‘বসন্ত কাব্য জলসা’।
শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) ২০২০ বিকাল পাঁচটায় সংস্কৃতি বিকাশ কেন্দ্রের ড. আসমা চৌধুরী মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। লাল পাড়ের বাসন্তী শাড়ি আর হলুদ পাঞ্জাবীতে নবীন- প্রবীণের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়েছিলো।
মাহমুদ সালেহীন খানের সভাপতিত্ত্বে 'বসন্তের কাব্য জলসা' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তি প্রশিক্ষক ও নির্দেশক মীর বরকত, আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক আজহারুল হক আজাদ, আবৃত্তি শিল্পী মাশকুর এ সাত্তার কল্লোল ও সাম্প্রতিক দেশকালের আলমগীর হোসাইনসহ অনেকে। এ সময় তারা সকলেই বসন্তকে আমন্ত্রণ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন।
বসন্তের পড়ন্ত বিকেলে ফাগুনের এ আয়োজনে আবহ সংগীত গেয়ে শোনান তাসনিম মিম। পরবর্তীতে পর্যায়ক্রমে দলীয় আবৃত্তি পরিবেশন করেন মুক্তধারা চর্চা কেন্দ্র, কেন্দ্রীয় উদিচী আবৃত্তি বিভাগ, ত্রিলোক, শিল্পতীর্থ, সংবৃতা, চারুকন্ঠ ও স্বরুপ সাংস্কৃতিক সংসদ এবং একক আবৃত্তি পরিবেশন করেন সাফওয়ানা জাবীন, অনন্যা রেজওয়ানা পুতুল, জেবুন্নেছাসহ বিভিন্ন দল হতে আগত আবৃত্তি শিল্পীরা।
এ সম্পর্কে জানতে চাইলে মাহমুদ সালেহীন খান বলেন, আমরা দীর্ঘদিন পরে এরকম একটি জাকজমকপূর্ণ আয়োজন করেছি, যেখানে প্রায় ৬টি দল ও ১৭জন এককভাবে আবৃত্তি পরিবেশন করেছেন। আশা করছি, এ ধারা অব্যাহত রেখে সামনের দিনগুলোতে সবাইকে নিয়ে কাজ করে যেতে চাই।
‘বসন্তের কাব্য জলসা’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম শাহিনুল ইসলাম সাগর এবং মিডিয়া পার্টনার ছিলো 'সাম্প্রতিক দেশকাল'।