Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

দূরের নীল হয়ে আছ

Icon

শোয়াইব জিবরান

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ১৫:২৩

দূরের নীল হয়ে আছ

প্রতীকী ছবি

দূরের নীল হয়ে আছ। সবুজ পাহাড়, বৃক্ষ ছিলে।

আজ দূরত্ব। ধু ধু মাঠ।
বালির ঘূর্ণি, হাওয়া বয়
সম্পর্কের মাঝখানে।

অথচ সে সকল বর্ষায় তুমি ভিজে এলে
আমাকে ছুঁতে দিতে
সে সকল বসন্তে ফুটলে ফুল 
জাগলে নতুন পাতা-তোমার বাগানে
ছুঁতে দিতে

তোমার সবুজ।

আজও আমি ছুঁই
স্মৃতি আর স্বপ্নের ভেতর।

দূরে 
অন্ধকারের বেদনা নিয়ে 
জেগে আছ
স্বপ্নে। স্মৃতিতে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫