Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

আহা কী প্রশ্ন

Icon

শোয়াইব আহম্মেদ।

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ১৫:৩১

আহা কী প্রশ্ন

ভিক্টর হুগো। ছবি: সংগৃহীত

ভিক্টর হুগো (১৮০২-১৮৮৫) ছিলেন একজন ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকারকর্মী। তাঁকে উনিশ শতকের সবচেয়ে প্রভাববিস্তারকারী রোমান্টিক লেখক বলা হয়ে থাকে।

তাঁর সৃষ্টিকর্মের মধ্যে আছে ‘লা মিজেরাব্‌ল’ ও ‘দ্য হাঞ্চব্যাক অব নটরডেম’।

কিংবদন্তীতুল্য এই লেখকের মজার ঘটনা নিয়ে লিখেছেন- শোয়াইব আহম্মেদ।

১৮৬২ সালে প্রকাশিত হয় ভিক্টর হুগোর বিখ্যাত গ্রন্থ ‘লা মিজারেবল’। সারা দুনিয়ার মানুষের কাছে তখন এটি নিয়ে হৈ চৈ পড়ে যায়। নানা সমালোচকের লেখা নানা খবর পত্র-পত্রিকায় আসে; চারদিকে হৈ-চৈ হচ্ছে বইটা নিয়ে একথা ঠিক- কিন্তু তা থেকে তো ভিক্টর হুগো বুঝতে পারলেন না বইটি বিক্রি হচ্ছে কেমন! হলো এক মুশকিল যেন তার জন্য।

অবশেষে তিনি এর উত্তর জানার জন্য প্রকাশককে খুব ক্ষুদ্র একটা চিরক‚ট দিলেন শুধুমাত্র প্রশ্নবোধক চিহ্ন ‘?’ লিখে। প্রকাশক তো (‘?’) এ-চিহ্নের মানে বুঝতে পারলেন এবং জবাব দিলেন এমনি করে- ‘!’।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫