
প্রতীকী ছবি
তোর জন্য হাড়গোড় কুড়িয়ে এনেছি
পুরনো জীর্ণ- পথে পথে দিয়েছিলাম ফেলে
কোনদিন লাগবে না, অপ্রয়োজন বলে
এখন যাবার সময়, গুছিয়ে নিচ্ছিলাম দড়াদড়ি
মৃত্তিকা থেকে শিকড় তুলেছি
ইগলুর ঘর থেকে খুলেছি বরফ
হারপুন ফেলে দিছি জলে
পুনর্বার বরফ গলার আগে অবশিষ্ট উষ্ণতা
তোর গোপন প্রকোষ্ঠে সুপ্ত অনির্বাপিত
এখন কোথায় খুঁজে পাব ফেলানো ত্বকগুলো
কোথাই বা রেখেছি ঈশ্বরের রিপুকর্মের শুঁই
তোকে কোথায় থুই আরেকটি শীত মৌসুম
অনভিজ্ঞ জলে নেমেছে মসৃণ শ্বেত-ভল্লুক
পানির কিনারায় সারি সারি সি-উলফ
আয়, আরেকটা দিন থেকে যাই বিভঙ্গ
ঈশ্বরের প্রতিজ্ঞা ভঙ্গের বাগানে।