Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

ভাতের ঘ্রাণ

Icon

মাসুদ পথিক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৮

ভাতের ঘ্রাণ

প্রতীকী ছবি

কেবল মৃত্যু এক রান্নাঘর যারা জানো,

তাদেরকে বলছি সত্যটা

কবেই আমি পুড়ে ছাই হয়ে আছি'


ভালোবাসার হাড়িতে আনন্দের বেজুন রাঁধতে গিয়ে

চুলোয় দিয়েছি জীবনের আগুণ

কাঠ লাকড়ি দিয়ে দিয়ে না-দিয়ে, আর জ্বলে

বাস্তবতায় ছড়ানো ছিটানো আমার হাড়গোড়


তোমার ঠোঁটে চুমো খেতে গিয়ে

প্রথম পুড়িয়েছিলাম প্রঁভোগ

ছাই করেছিলাম প্রচল, নিদ্রা ও অসুখ


এখন-তো ছাইয়ে ছাইয়ে আর ছাই'য়ে

পূর্ণ হয়েছে বাড়ির পেছনের সবটা ভাগাড়


তবে এটাই ভালো হয় যদি

সোনামুখি ধানের ক্ষেতে তা হয় জৈব সার

কাঙ্ক্ষিত ক্ষেতে ধান হয়ে জন্মাবো আমি আবার


তথাপি এইরকম যে- রান্নাঘরে ছড়াবে তুমি 

রাতের সঙ্গম ও নতুন ভাতের ঘ্রাণ

আমি তোমার সোনার থালায় ভাত হয়ে হাসবো খুব

মৃত্যু যন্ত্রণায় কাঁদবো, কাঁদবো'রে নিশ্চুপ। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫