কথাসাহিত্যিক মকবুলা মনজুর (৮২) মারা গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। 
শুক্রবার (৩ জুলাই) বিকালে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ লেখিকা সংঘের সভাপতি দিলারা মেসবাহ।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুগবেলাইয়ে ১৯৩৮ সালের ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম মিজানুর রহমান ও মায়ের নাম মাহমুদা খাতুন।
তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হলো- কালের মন্দিরা, আর এক জীবন, অবসন্ন গান, আত্মজা ও আমরা, প্রেম এক সোনালী নদী, বাউল বাতাস, ছায়াপথে দেখা, সায়াহ্ন যূথিকা ও নক্ষত্রের তলে।
সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ মকবুলা মনজুর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অনন্যা সাহিত্য পুরস্কার, জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার শ্রেষ্ঠগ্রন্থ পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।
