বাংলা একাডেমির নতুন মহাপরিচালক কবি নূরুল হুদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২১, ২১:০০

মুহম্মদ নূরুল হুদা
বাংলা একাডেমির মহাপরিচালক হয়েছেন কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক মুহম্মদ নূরুল হুদা। আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, বাংলা একাডেমি আইন ২০১৩ অনুযায়ী কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক মুহম্মদ নূরুল হুদাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক ছাড়ার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ করা হল।
গত ২৫ মে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর থেকেই শূন্য ছিল পদটি।
বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ৭১ বছর বয়সী নূরুল হুদা সংবাদমাধ্যমকে বলেন, ‘সমস্ত প্রশংসা আল্লাহতালার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি আমাকে যে গুরু দায়িত্বটা দিয়েছেন আমি যেন সেটা ভালোভাবে পালন করতে পারি। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে যে দায়িত্বটা এসেছে সেটা যেন সাফল্যের সঙ্গে পালন করতে পারি।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে তিন বছরের জন্য পুননিয়োগ দেয়া হয়েছে মিনার মনসুরকে।