কোটা সংস্কার আন্দোলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০১:৫০ পিএম
আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ০৩:৩৭ পিএম
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০১:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ০৩:৩৭ পিএম
সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় শিক্ষার্থীসহ দুই শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন লেখকরা। এক বিবৃতিতে এই নিন্দা জানান দেশের ৩০ জন লেখক।
বিবৃতিতে বলা হয়, ঢাকাসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকে দমাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজিরবিহীন ভূমিকায় শিক্ষার্থীসহ দুই শতাধিক মানুষ শহীদ হয়েছেন, এবং অসংখ্য মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যার ফলে দেশজুড়ে ভয়াবহ একটি বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই নৃশংসতায় বাংলাদেশের সাম্প্রতিক সময়ের লেখকগণ মর্মাহত ও বিক্ষুব্ধ। তারা আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। লেখকরা সরকারকে দ্রুত জনগণ ও আন্দোলনকারীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রীয় এই সঙ্কটের সমাধানের লক্ষ্যে কিছু দাবি জানিয়েছেন।
তাদের দাবিগুলো হচ্ছে:
১. কোটা সংস্কার আন্দোলন দমনের নামে সংঘটিত সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্ত ও বিচার করা
২. আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ জনতার বিরুদ্ধে গণগ্রেপ্তার ও গণ মামলা বন্ধ করে অবিলম্বে আটককৃত ছাত্র-জনতাকে মুক্তি দেয়া
৩. কারফিউ তুলে নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং অতিদ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা
৪. শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে হয়রানী বন্ধ করা
৫. কোটা সংস্কার আন্দোলনে প্রত্যেক শহীদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এবং হাসপাতালে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের চিকিৎসার দায়িত্ব নেয়া
৬. আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো আমলে নিয়ে সংকট উত্তরণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা
৭. এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সর্ব পেশা ও ধর্মের মানুষের মধ্যে জাতীয় পর্যায়ে একটি সংলাপের আয়োজনের উদ্যোগ গ্রহণ করা
বিবৃতি প্রদানকারী ৩০ জন লেখক হলেন-
কবি হাফিজ রশিদ খান, কথাসাহিত্যিক নাসরীন জাহান, কথাসাহিত্যিক জাকির তালুকদার, কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম, কবি সুহিতা সুলতানা, কবি ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী, কবি জেনিস মাহমুন, কবি চঞ্চল আশরাফ, কবি আলফ্রেড খোকন, কবি শোয়াইব জিবরান, কবি হেনরী স্বপন, কবি শিবলী মোকতাদির, কবি শাহেদ কায়েস, কবি কাজল কানন, লেখক ও গবেষক জোবাইদা নাসরীন, কবি খোকন মাহমুদ, কবি নেহাল আহমেদ, কবি ও সাংবাদিক জাহানারা পারভীন, কবি আহমেদ শিপলু, কবি সঞ্জীব পুরোহিত, কবি ও শিক্ষক সাকিরা পারভীন, কবি মনিরুজ্জামান মিন্টু, কথাসাহিত্যিক ফজলুল কবিরী, কবি রহমান মুজিব, কবি রিঙকু অনিমিখ, কবি জাহিদ সোহাগ, কবি ইমরান মাহফুজ, কবি সৌম্য সালেক, কবি মীর রবি, কবি শফিক সেলিম।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh