ছোটকাগজ ‘চিহ্ন’

চিহ্ন-৪৭ : সাত্ত্বিক সারকথা

কুয়োর কাদা ঝেড়ে ফেলে স্বচ্ছ সলিল সন্ধান কিংবা চেনা চিহ্নগুলো পেরিয়ে চলে চাঁদের আলোয় পেঁপে পাতার ছায়ার সঙ্গসাধন অথবা আনন্দে একঘেয়ে জীর্ণজীবন জ্বালিয়ে দিয়ে ‘একমুঠো রোদ ধরার’ বাসনাই যখন একটি সাহিত্যপত্রের প্রধান পদক্ষেপ, তখন প্রথমেই চলে আসে শহীদ ইকবাল সম্পাদিত চিহ্ন-প্রসঙ্গ। চিহ্ন-সম্পর্কিত এই কথাগুলো কোনোভাবেই যে ‘বাড়তি-বয়ান’ নয়, সেটার উষ্ণ উত্তাপ সদ্য প্রকাশিত ‘লাতিন আমেরিকান সাহিত্যে বিশ্বরূপ দর্শন’ শিরোনামের সাতচল্লিশতম সংখ্যাটি যতন করে পাঠ করলেই প্রতীয়মান হবে- আশা রাখি।

বাংলাভাষী স্বল্পসংখ্যক বিশেষ সাহিত্যপাঠক-ভাবুক-চিন্তক কিংবা সাহিত্যিকের কাছে ‘লাতিন আমেরিকান সাহিত্য’ পরিচিত হলেও যে সাধারণ সাহিত্যপ্রেমীর কাছে তা কার্যত অপরিচিত বা অল্পপরিচিত- এ বিষয়ে সকলে নিঃসন্দেহ বলা চলে। ফলে ‘লাতিন আমেরিকান সাহিত্যে বিশ্বরূপ দর্শন’ ক্রোড়পত্রস্থ সংখ্যাটি পাঠের মাধ্যমে বিশ্বসাহিত্যের এই গুরুত্বপূর্ণ সাহিত্যধারাটি সম্পর্কে জানা সম্ভব। তা ছাড়া আখরুজ্জামান ইলিয়াস কিংবা শহীদুল জহিরের শেকড়-সন্ধানেও সংখ্যাটি সঙ্গে রাখা সদর্থক। শামসুদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম, আবু হেনা মোস্তফা এনাম, হামীম কামরুল হক, মোজাফ্ফর হোসেন, মোস্তাক শরীফ, সুস্নিগ্ধা দে এবং আলম খোরশেদের সুলিখিত প্রবন্ধে লাতিন আমেরিকান সাহিত্যের বিভিন্ন দিক আলোচিত হয়েছে। ফলে সর্বপ্রকার সাহিত্যপ্রেমিকের জন্য লাতিন আমেরিকান সাহিত্য সম্পর্কে জানতে-বুঝতে-চিনতে সংখ্যাটি সহায়ক হবে।

পূর্বের গড়ন-ধরন পরিবর্তনের মাধ্যমে এই সংখ্যার প্রথমেই স্থান পেয়েছে ‘নিয়মিত বিভাগ’। সাক্ষাৎকার, কবিতা, গল্প, অনুবাদ, প্রবন্ধ, কেন লিখি, ধারাবাহিক রচনা, পুস্তক সমালোচনা- যার প্রধান অংশ। সাক্ষাৎকার অংশে রয়েছে অনুষ্টুপ-সম্পাদক অনিল আচার্যের দীর্ঘ আলাপচারিতা। যেখানে তিনি অকপটে জানান দেন, ‘এখনও বাংলা সাহিত্যের রুটটা বাংলাদেশের থেকে গেছে’। কবিতায় অংশে রয়েছে অসীম কুমার দাসের সাতটি কবিতা- যেখানে আছে ‘তেইশে অক্টোবরের গাজা’কে নিয়েও বিশদাকারে বিষাদ-বিষণ্ণ-পঙক্তিমালা। এভাবে নামিজনের দামি লেখার পাশাপাশি কিছুসংখ্যক অনামি লেখকেরও সাহিত্যপদবাচ্য লেখা স্থান পেয়েছে। ফলে ক্রোড়পত্র এবং নিয়মিত বিভাগ- এই দুটি অংশই নিক্তিনৈতিকতায় সমান ওজস্বী ও তেজস্বী। যা ভিন্ন ভিন্ন স্রোতের ভেতর দিয়ে পৃথক অভিজ্ঞতা ও অভিঘাতে অবগাহিত হয়ে এসে উঠেছে দুটো ভিন্ন ঘাটে। সর্বোপরি সম্পাদক প্রচ্ছদ থেকে পত্রিকার ভেতরের পাঠসন্নিবেশ এমনভাবে সজ্জিত করেছেন, যেখানে শিল্পের একতিল অংশও অনাবাদি রাখেননি। এদিক থেকেও সাতচল্লিশ সংখ্যা চিহ্নের একটি নতুন স্মারকস্বাক্ষর।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh