Logo
×

Follow Us

এশিয়া

মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রী কোয়ারেন্টাইনে

Icon

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩২

মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রী কোয়ারেন্টাইনে

চীন সফর শেষে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খলতমা বাতুলগা ও পররাষ্ট্রমন্ত্রী সগবাটার ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে (ভাইরাস সংক্রমণরোধে আলাদাভাবে রাখা) গেছেন। তাদের সঙ্গে সফরকারী কর্মকর্তারাও রয়েছেন। খবর মন্তসেম।

গত বৃহস্পতিবার বেইজিংয়ে যান মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট বাতুলগা ও পররাষ্ট্রমন্ত্রী দামদিন ও তাদের সঙ্গীরা। সফরে তারা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। সফর শেষ করে উলানবাটর পৌঁছানোর পরই তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়।

চীন থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়ানোর পর সে দেশের সঙ্গে কার্যত বন্ধ রয়েছে অন্যদেশের যোগাযোগ। তবে এর মধ্যে কোনো রাষ্ট্রপ্রধানের চীন সফর এটাই প্রথম। 

এদিকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানান, বিশ্বের প্রায় ৫৪টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। মানুষ থেকে মানুষে সংক্রমণের প্রাণঘাতি এ ভাইরাসে এখন পর্যন্ত ২ হাজার ৮৫৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৩৭৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৪৩৬ জন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫