Logo
×

Follow Us

এশিয়া

ইরানে ক্লিনিকে বিস্ফোরণে নিহত ১৯

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ১০:০৮

ইরানে ক্লিনিকে বিস্ফোরণে নিহত ১৯

ইরানের রাজধানী তেহরানের সিনা আথার ক্লিনিকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ডয়েচে ভেলের খবরে জানানো হয়, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। 

তেহরানের ডেপুটি গভর্নর হামিদ রেজার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গ্যাস লিক থেকেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সাথে নাশকতার কোনো সম্পর্ক নেই। 

তেহরান ফায়ার সার্ভিসের মুখপাত্র জালাল মালিকি জানান, বিস্ফোরণে নিহত ১৯ জনের মধ্যে ১৫ জন নারী এবং ৪ জন পুরুষ। এছাড়া উদ্ধারকারী দল ২০ জনকে উদ্ধার করেছে। 

তিনি আরো জানান, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় ক্লিনিকটির অপারেশন থিয়েটারে বেশ কয়েকজন অবস্থান করছিলেন। প্রচণ্ড তাপ ও ধোঁয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫