
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই। মস্তিষ্কের অস্ত্রোপচারের পর তিন সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হলো।
সোমবার (৩১ আগস্ট) নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশটির ১৩তম এই রাষ্ট্রপতির মৃত্যু হয়।
মস্তিষ্কের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছিল প্রণব মুখার্জির। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি অস্ত্রোপচারের পর থেকেই কোমায় ছিলেন।
প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি এক টুইট বার্তায় লিখেছেন, ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি যে, আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের চিকিৎসকদের সর্বোত্তম চেষ্টা ও পুরো ভারতের মানুষের প্রার্থনা সত্ত্বেও আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন।
গত ৯ আগস্ট নয়াদিল্লির রাজাজি মার্গের বাসভবনের বাথরুমে পড়ে মাথায় গুরুতর আঘাত পান প্রণব মুখার্জি। পরদিন তাকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে ভর্তি করা হয়। আঘাতের ফলে তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের আগে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের শাসনামলে ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সালে ভারতের রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নেন। ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ লাভ করেন প্রণব মুখার্জি।